Thursday, October 9, 2025

যেটা ক্ষতি করে, সেটা তো স্বাধীনতা না, সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা?

ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’ শুরু হচ্ছে। কবে, কোথায় এর শুটিং করেছিলেন?

মাস চারেক আগে পুবাইলের চটের আগা নামের একটি জায়গায় শুটিং করেছিলাম। সেকেন্ড লটের শুটিং সম্ভবত আগামী মাসে শুরু হবে। দর্শকেরা একটি ভালো মানের নাটক দেখতে পাবেন।

দর্শক এই নাটক কেন দেখতে আগ্রহী হবেন?

এই নাটকে নারীর ক্ষমতায়ন টপিকটা গুরুত্ব পেয়েছে। নাটকের গল্পে নারী–পুরুষের একসঙ্গে এগিয়ে যাওয়ার ইতিবাচক একটি ব্যাপার আছে।

আপনার ভাই শামস করিম নাটকটির পরিচালক। ভাইয়ের পরিচালনায় কাজ করতে কেমন লাগল?

ডিরেকশনের সময় সে ভাই না কে এটা তো আর মাথায় থাকে না। তখন সে ডিরেক্টর, আমি অ্যাক্টর। ওর সবচেয়ে বড় বেশিষ্ট্য হচ্ছে, কাজের ক্ষেত্রে সে ভীষণ লজিক্যাল। এর আগে তার সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবেই গ্রহণ করেছে। তার সঙ্গে ধারাবাহিক নাটক এবারই প্রথম করছি। দেখা গেছে, কোনো দৃশ্যে অভিনয়ে হয়তো চমক আছে, যা দর্শকের নজরে পড়বে—কিন্তু সেই অভিনয়টা যদি লজিক্যাল না হয়, সে কোনোভাবেই করে না, সেটা যতই চমকপ্রদ হোক।

মোশাররফ করিম
মোশাররফ করিমছবি: প্রথম আলো
নারী–পুরুষের সমানভাবে এগিয়ে যাওয়ার ব্যাপারটা আপনার পরিবারে কীভাবে কাজ করে?

আমার বাবা বেশ উন্মুক্তমনা মানুষ ছিলেন। মা যদিও গৃহিণী ছিলেন, কিন্তু কনজারভেটিব ছিলেন না। আমার ক্ষেত্রেও তাই। আমি আসলে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, যে স্বাধীনতা অন্যের ক্ষতি না করে। যেটা ক্ষতি করে, সেটা তো স্বাধীনতা না, সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা ও স্বাধীনতার মধ্যে পার্থক্য আছে।

কলকাতায় নতুন একটি সিনেমার শুটিংয়ের কথা ছিল। সেটার খবর কী?

ব্রাত্য বসুর যে সিনেমার ব্যাপারে কথা হয়েছিল, সেটি এই মুহূর্তে এগোচ্ছে না। তবে আজ (রোববার) রাতে অন্য প্রযোজক ও পরিচালকের সঙ্গে নতুন একটি সিনেমার ব্যাপারে কথা হবে।

এটা তো দারুণ অভিজ্ঞতা। পরিচালক, অভিনয়শিল্পী, ডিওপি থেকে শুরু করে সবাই খুব পরিশ্রম করেছি। শরাফ আহমেদ তো বরাবরই ভীষণ খুঁতখুঁতে। আমি সাধারণত পুরো নাটক বা সিনেমা না দেখে কোনো মন্তব্য করি না। কিন্তু বকুল ফুল–এর কয়েক মিনিটের ফুটেজ পাঠাল, দেখে আমি মুগ্ধ। চরকির সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ।

মোশাররফ করিম
মোশাররফ করিমপ্রথম আলো
ওয়েবের কারণে টেলিভিশনের প্রোডাকশন কি চ্যালেঞ্জের মুখে পড়ছে?

আমি তেমন মনে করছি না। তবে টেলিভিশনে মানুষ দীর্ঘকাল বিনা পয়সায় নাটক–সিনেমা দেখে আসছে। তাই দুটির ধরন দুই রকম। তবে ব্যাপার হচ্ছে, মানুষ যখন বেটার কিছুর স্বাদ পাবে, তখন সেদিকে অগ্রসর হব

সাংবাদ আমার/লিটন শিকদার

Related Articles

ফাঁকা ছাদকে করুন সবুজে ভরা — লাগান ফুল গাছ আর বাড়ান প্রকৃতির ছোঁয়া!

শহরের কংক্রিটের জঙ্গলে আজ প্রকৃতির ছোঁয়া যেন বিলীন হতে বসেছে। ধূসর ভবন আর ধোঁয়াটে পরিবেশের মাঝে একটু সবুজের দেখা পাওয়া যেন সৌভাগ্যের বিষয় হয়ে...

পুষ্টির নামে প্রতারণা: ড্রাগন ফলে লোহার ব্যবহার ফাঁস!

সম্প্রতি দেশের বিভিন্ন বাজারে বিক্রিত কিছু ড্রাগন ফলে ধরা পড়েছে এক ভয়ংকর প্রতারণার কাহিনি—পুষ্টির ছলে এসব ফলে কৃত্রিমভাবে লোহা (iron powder বা iron filings)...

ট্রাফিক আইন মানছে না জনগণ, কঠোর অবস্থানে পুলিশ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন! সম্প্রতি রাজধানীর ব্যস্ত সড়কে আমরা নিজেরা একটি ভিডিও ধারণ করেছি, যেখানে গাড়িচালক ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েছেন। পুলিশ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -

Latest Articles

ফাঁকা ছাদকে করুন সবুজে ভরা — লাগান ফুল গাছ আর বাড়ান প্রকৃতির ছোঁয়া!

শহরের কংক্রিটের জঙ্গলে আজ প্রকৃতির ছোঁয়া যেন বিলীন হতে বসেছে। ধূসর ভবন আর ধোঁয়াটে পরিবেশের মাঝে একটু সবুজের দেখা পাওয়া যেন সৌভাগ্যের বিষয় হয়ে...

পুষ্টির নামে প্রতারণা: ড্রাগন ফলে লোহার ব্যবহার ফাঁস!

সম্প্রতি দেশের বিভিন্ন বাজারে বিক্রিত কিছু ড্রাগন ফলে ধরা পড়েছে এক ভয়ংকর প্রতারণার কাহিনি—পুষ্টির ছলে এসব ফলে কৃত্রিমভাবে লোহা (iron powder বা iron filings)...

ট্রাফিক আইন মানছে না জনগণ, কঠোর অবস্থানে পুলিশ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন! সম্প্রতি রাজধানীর ব্যস্ত সড়কে আমরা নিজেরা একটি ভিডিও ধারণ করেছি, যেখানে গাড়িচালক ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েছেন। পুলিশ...

অবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো, উল্লাস করছে সাধারণ জনগণ!

শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দীর্ঘ আলোচনার পর আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com