বিনোদন ডেস্ক || সংবাদ আমার || যুক্তরাষ্ট্রের নজির গড়ল শাহরুখের পাঠান’ গত রোববার ( ২৯ জানুয়ারি ) পঞ্চম দিন শেষে সিনেমাটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির রুপির বেশি ব্যবসা করে । পঞ্চম দিনের শেষে পাঠান-এর আয় সাড়ে ৫০০ কোটি। ভারতীয় গনমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা যায় ।
ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে পাঠান। এইখানেই শেষ নয় সিনেমাটি বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে। এর মধ্যে কেবল আমেরিকাতেই ৬৯৪ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে পাঠান।
সিনেমাটি মুক্তির দিন ১৮ লাখ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ কোটি রুপি ) আয় করেছে আমেরিকায়। শাহরুখ খানের পাঠান ছবি।